জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল ৩০ ডিসেম্বর

২০১৩ সালের জেএসসি/জেডিসি এবং প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বরের মধ্যে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।
গত বছরও অষ্টম শ্রেণী ও পঞ্চম শ্রেণীর এই দুই পাবলিক পরীক্ষার ফলাফল একই দিন প্রকাশিত হয়েছে।
এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী।