জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফলাফল ২৭ ডিসেম্বর
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) ও প্রাথমিক/ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২৭ ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এবারই প্রথম একই দিনে প্রাথমিক/ইবতেদায়ি সমাপনী ও জেএসসি/জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। গত ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে অংশ নেয় ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ শিক্ষার্থী। ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ আট হাজার ৩৬৫ শিক্ষার্থী।