ডিগ্রি ভর্তির ২য় মেধা তালিকা ১৫ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে  ডিগ্রি (পাস) ও প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা আগামী ১৫ এপ্রিল ২০১৫ প্রকাশ করা হবে। উভয় ফল এসএমএসের  মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনোে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে-
ডিগ্রি (পাস)-এর ক্ষেত্রে :  NU<space>ATDG<space>Roll No
প্রফেশনাল-এর ক্ষেত্রে : NU<space>ATPH<space>Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফলাফল জানা যাবে।
১৫ এপ্রিল রাত ৯টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions, admissions.nu.edu.bd থেকেও ফলাফল জানা যাবে।