ঢাকার ২৪টি স্কুলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজধানীর ২৪টি সরকারি স্কুলে ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য অনুষ্ঠিত এ পরীক্ষার ফল পাওয়া যাবে সংশ্লিষ্ট স্কুলে। প্রসঙ্গত, প্রথম শ্রেনীতে ভর্তি লটারীর মাধ্যমে হলেও অন্যান্য শ্রেনীতে ভর্তির জন্য ঢাকার স্কুলগুলোকে ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপে ভাগ করে গত ১৮ থেকে ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৮ জানুয়ারি ২০১২ তারিখের মধ্যে ভর্তি হতে হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।