ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আজ। ডিনস কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ক ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আগামী ১২ অক্টোবর, খ ইউনিটের (মানবিক) ১৯ অক্টোবর, গ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ২ নভেম্বর, ঘ ইউনিটের (বিভাগ পরিবর্তন) ৯ নভেম্বর এবং চ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
জানা যায়, ভর্তি প্রক্রিয়ার শর্তাবলী গতবারের মতোই থাকবে।