ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এশিয়ার ৯ বিশ্ববিদ্যালয়ের চুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের গিফু ইউনিভার্সিটিসহ দক্ষিণ এশিয়ার ৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘ওয়ান-বাই-ওয়ান’ পার্টনারশিপের ভিত্তিতে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমপ্রতি জাপানের গিফু ইউনিভার্সিটির ইউনাইটেড গ্র্যাজুয়েট স্কুল অব এগ্রিকালচারাল সায়েন্সে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সহিদ আকতার হুসাইন নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া, জাপানের গিফু ইউনিভার্সিটির দি ইউনাইটেড গ্র্যাজুয়েট স্কুল অব এগ্রিকালচারাল সায়েন্স, ভারতের আসাম ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গৌহাটি, ইন্দোনেশিয়ার বগর এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, গাদজাহ্ মাদা ইউনিভার্সিটি ও সিবিলাস মারেত ইউনিভার্সিটি, থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটি এবং ভিয়েতনামের হ্যানয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাপানের গিফু ইউনিভার্সিটি ও দক্ষিণ এশিয়ার উল্লিখিত আটটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শক্তিশালী মানবিক সংযোগ সৃষ্টি, পিএইচডি কোর্সের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উৎকৃষ্ট কাঠামো নির্মাণ এবং যৌথ সহযোগিতামূলক প্রকল্প চালু করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তি