ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ঢাবির রেজিস্ট্রার সাক্ষরিত বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত নির্দেশিকায় ইউনিটভেদে ভর্তি আবেদনের যোগ্যতা, ভর্তি কার্যক্রমের দিনক্ষণ, আবেদনের নিয়মসহ দরকারি সব তথ্যই আছে। বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবলিংক থেকে- http://www.du.ac.bd/DownLoads/duadmission.pdf
প্রসঙ্গত, ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে আগামী ২৬ আগস্ট থেকে, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত । গতবারের মতো এবারও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ : ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর, ‘খ’ ইউনিট ১৯ অক্টোবর, ‘গ’ ইউনিট ২৩ নভেম্বর, ‘ঘ’ ইউনিট ৯ নভেম্বর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। আবেদন চলাকালীন সময়ে (২৬ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর) ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এই ওয়েবসাইট থেকে- http://admission.univdhaka.edu