নৌবাহিনী কলেজে আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশ নৌবাহিনী (বিএন) কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে গতকাল সোমবার ঢাকা  ‘ইতিহাস কথা বলে-সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমডোর এ ডব্লিউ চৌধুরী, বীরউত্তম, বীরবিক্রম।
অনুষ্ঠানে বিএন কলেজ ঢাকার অধ্যক্ষ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি নৌ সদস্যদের দ্বারা পরিচালিত অপারেশন জ্যাকপট এর দুঃসাহসিক অভিযানের কথা তুলে ধরে বলেন, এ অভিযান সফলতার সাথে পরিচালনার জন্য তত্কালীন পাক বাহিনী যুদ্ধকালীন সময়ে সমুদ্র পথে রসদ প্রাপ্তিতে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিল। যার ফলশ্রুতিতে পাক বাহিনীর আত্মসমর্পণ আরো বেগবান হয়েছিল।
এ স্মৃতিচারণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর  প্রায় ১০০ আলোকচিত্র প্রদর্শন করা হয়। বিএন স্কুল ও কলেজসহ অন্যান্য স্কুল হতে প্রায় ৩০০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহ করে।
সূত্র: আইএসপিআর