প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বৃহস্পতিবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার (১০ অক্টোবর)। আজ (মঙ্গলবার) সচিবালয়ে নিজ দফতরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আফছারুল আমীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১৫ নভেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৩ সালের ১২ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নয় লাখ ৩২ হাজার ৫২৩ জন প্রার্থী অংশ নেয়। ২০ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছিলেন ৩৩ হাজার ২৩৩ জন। ৪ আগস্ট তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এবার ১৪ হাজার ৮৫৮ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।
এদিকে, আগামী নভেম্বরে নতুন করে প্রাক-প্রাথমিকে সাড়ে সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।