প্রাথমিকে সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে সহকারি শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার আরো প্রায় সাড়ে সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এবারই প্রথম প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে http://dpe.teletalk.com.bd ও ww.dpe.gov.bd ওয়েবসাইট থেকে। আবেদনকারীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এটি সংরক্ষণ করতে হবে।
অনলাইনে আবেদন করা যাবে ৭ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে ২৮ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত । প্রার্থীকে ফি বাবদ ১৫০ টাকা দিতে হবে টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে।
আবেদনের যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর নারী প্রার্থীরা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্র আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।