বাউবি'র অধীনে এইচএসসি-তে ভর্তি ২৩ আগষ্টের মধ্যে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে পরিচালিত এইচএসসি প্রোগ্রামে (২০১১-২০১২ শিক্ষাবর্ষ) ভর্তি কার্যক্রম চলছে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (যে কোনো সালে) যে কেউ এই প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন।এ ভর্তি প্রক্রিয়া চলবে ২৩ আগষ্ট ২০১২ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যেই ভর্তি ফরম সংগ্রহ ও ফিসহ জমা দিতে হবে। ফি নির্ধারিত ব্যাংকে কিংবা টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমেও জমা দেওয়া যাবে। বিস্তারিত জানতে বাউবি’র ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এ লিংক থেকে- http://www.bou.edu.bd/academic_pdf/hsc_210512.pdf
ভর্তি ফরম পাওয়া যাবে এই লিংকে- http://www.bou.edu.bd/Administrative/Admission%20form_&%20instrction%20HSC_2012.pdf