বাউবি : এইচএসসি (২০১২) পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। স্টাটি সেন্টারগুলোতে এবং বাউবি’র ওয়েবসাইটে ১৫ ডিসেম্বর থেকে এই ফলাফল পাওয়া যাবে।
ফলাফল প্রকাশিত হয়েছে গ্রেডিং পদ্ধতিতে।
বাউবি সূত্র জানায়, মোট ১,৪০,৭৯২ জন শিক্ষার্থী (১ম ও ২য় বর্ষ মিলে) এই পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে ৩৯,১১২ জন শিক্ষার্থী।
পাশ করা শিক্ষার্থীদের মধ্যে এ-প্লাস পেয়েছে একজন, এ গ্রেড পেয়েছে ৩২৭ জন, এ-মাইনাস পেয়েছে ২,৫৮৮ জন, ৮,১১৫ জন পেয়েছে বি গ্রেড, ২১,৯১৫ জন পেয়েছ সি গ্রেড, ৬,১৬৬ জন পেয়েছে ডি গ্রেড।