বিপিএল ২০২৩ কোন চ্যানেলে দেখা যাবে

4.5/5 - (10 votes)

বিপিএল ২০২৩ কোন চ্যানেলে দেখা যাবে, এ ব্যাপারে বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর শুরু হবে ৬ জানুয়ারি থেকে। এবারই প্রথম আইসিসি টিভিতে (OTT প্ল্যাটফর্ম) দেখা যাবে BPL 2023 খেলা। এছাড়া স্থানীয় টিভি চ্যানেল নাগরিক টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে (DARAZ live) দেখা যাবে খেলা।

এর পাশাপাশি ১৫টি বিদেশি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টটি।

৫ জানুয়ারি ২০২৩ তারিখ দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিপিএলের টাইটেল ও গ্রাউন্ড রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সিওও খন্দকার আলমগীর। এবারের বিপিএলে টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি। পাওয়ার্ড বাই হিসেবে থাকছে মিনিস্টার গ্রুপ।

ভারতে টিভি চ্যানেল ডিসকভারি-এর পাশাপাশি খেলা দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম Fun code plus-এ। পাকিস্তানে GEO TV ও PTV-তে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ESPN সম্প্রচার করবে। এছাড়া খেলা দেখা যাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর ও আফ্রিকায়।

টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ব্রডকাস্টিং রাইটস হোল্ডার সেমস অ্যান্ড ডব্লিউএসটি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং পার্টনার টুয়েন্টিসেভেনথ স্পোর্টস-এর সিইও সঙ্গীত শিরোকদার, বিপিএলের প্রধান পৃষ্ঠপোষক ইস্পাহানির জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও মিনিস্টার-মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।

আরো দেখুন : বিপিএল সময়সূচী ২০২৩, দলের নাম ও খেলোয়ারদের তালিকা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.