বিপিএল প্রাইজমানি ২০২৪


এডু ডেইলি ২৪ প্রকাশ: মার্চ ২, ২০২৪, ১২:৩২ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন /
বিপিএল প্রাইজমানি ২০২৪

বিপিএল প্রাইজমানি ২০২৪ : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নবম আসরে অংশ নিয়েছে ৭টি দল। এই আসরে প্রাইজমানির পরিমাণ ছিল আগের চেয়ে দ্বিগুণ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের প্রাইজমানি ছিল আগের চেয়ে পাঁচগুণ।

 

বিপিএল প্রাইজমানি কত?

এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।’

গত আসরে চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকার প্রাইজমানি। রানার্সআপ ফরচুন বরিশাল পেয়েছিল ৫০ লাখ টাকা। একদম দ্বিগুণ হয়ে যাচ্ছে এই প্রাইজমানি।

ব্যক্তিগত প্রাইজমানির হারও বাড়ছে অনেক। গতবার টুর্নামেন্ট সেরা হয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছিলেন সাকিব আল হাসান। সেটা এবার হয়ে যাচ্ছে ১০ লাখ, ‘ম্যান অব দা সিরিজকে (টুর্নামেন্ট সেরা খেলোয়াড়) ১০ লাখ টাকা দেওয়ার পরিকল্পনার কথা গত জানুয়ারিতে জানিয়েছিল কর্তৃপক্ষ। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছিল বিপিএল শুরুর আগে।

 

কারা পাচ্ছে বিপিএল প্রাইজমানি ২০২৪

কাইল মায়ার্স তাণ্ডবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে ভিক্টোরিয়ানসকে উড়িয়ে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। এর আগে তিনবার ফাইনালে উঠলেও শিরোপা না পাওয়ার বেদনা ছিল বরিশালের। অবশেষে সেই ক্ষতে তারা প্রলেপ দিতে সক্ষম হলো।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের ট্রাফির শোকেসটা পাঁচে পাঁচ হয়নি। বরং বিপিএলের প্রথম শিরোপা ধরা দিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশালের হাতে। দশম বিপিএলের ফাইনালে হ্যাটট্রিক শিরোপার আশায় থাকা কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। এর আগে চারবার ফাইনালে উঠে চারবারই শিরোপার স্বাদ পাওয়া কুমিল্লা ফাইনালে এবারই প্রথম হারল।

এবারের বিপিএলে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ রান সংগ্রাহকের অ্যাওয়ার্ডও তামিমের হাতেই। সেরা ফিল্ডারের পুরষ্কার জিতেছেন মোহাম্মদ নাইম শেখ। দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম পেলেন সর্বোচ্চ উইকেট শিকারের পুরষ্কার।

দলকে শিরোপার স্বাদ এনে দেয়ার দিনে মোট ৪৯২ রান করা তামিম ইকবাল রান সংগ্রাহকদের শীর্ষস্থানে। তামিম ইকবালের জাদুতে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতল ফরচুন বরিশাল। সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

ফাইনালে বল হাতে সুনীল নারাইনের উইকেট শিকারের পর ব্যাটিংয়েও কাইল মায়ের্স ছিলেন উজ্জ্বল, ৩০ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। এমন অলরাউন্ড পারফর্ম্যান্সের রাতে ফাইনাল সেরার পুরষ্কার ওঠল মায়ের্সের হাতে।

দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করে পেয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর পুরষ্কার ও প্রাইজমানি। আর টুর্নামেন্টের সেরা ফিল্ডারের অ্যাওয়ার্ড জিতলেন দুর্দান্ত ঢাকার আরেক তারকা নাইম শেখ, নিয়েছেন মোট ৮ ক্যাচ। এই দুই জন ফাইনালে না থাকায় তাদের হয়ে পুরষ্কার গ্রহণ করেন রিশাদ হোসেন।

বিপিএল ২০২৪ পুরস্কারের তালিকা

  • প্লেয়ার অব দ্য ফাইনাল : কাইল মায়ার্স – ১ উইকেট ও ৪৬ রান (৫ লাখ টাকা),
  • বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: নাঈম শেখ – ৮ ক্যাচ (৩ লাখ টাকা),
  • সর্বোচ্চ উইকেট শিকারি : শরিফুল ইসলাম – ২২ উইকেট (৫ লাখ টাকা),
  • সর্বোচ্চ রান সংগ্রাহক : তামিম ইকবাল – ৪৯২ রান (৫ লাখ টাকা),
  • প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : তামিম ইকবাল – ৪৯২ রান (১০ লাখ টাকা),
  • রানার্স-আপ টিম : কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১ কোটি টাকা),
  • চ্যাম্পিয়ন টিম : ফরচুন বরিশাল (২ কোটি টাকা)।
5/5 - (1 vote)