আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। শুরুতে গুঞ্জন ছিল ভারতেই আয়োজিত হবে এবারের আসর, তবে শেষ মুহূর্তে আয়োজক দেশ হিসেবে নাম উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের। যদিও এসিসির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ভেন্যু ও সূচি ঘোষণা করা হয়নি।
এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছে, আয়োজক সংযুক্ত আরব আমিরাত!
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এশিয়া কাপ আয়োজন নিয়ে তৈরি অনিশ্চয়তা কিছুটা কাটতে শুরু করেছে। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার কারণে শুরু থেকেই এই টুর্নামেন্ট ঘিরে প্রশ্ন ছিল। তার মধ্যেই ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভায় ভারত সরাসরি উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি অংশ নিয়েছে—যা ইতিবাচক বার্তা দিচ্ছে এশিয়া কাপ আয়োজন নিয়ে।
দুবাই ও আবুধাবিতে খেলা, অংশ নেবে ৮ দল
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আটটি দল। আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে।
ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত
তবে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে এখনও রয়েছে বড় ধোঁয়াশা। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি। এর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে ম্যাচ বাতিল করে দেয়, যা নিয়েই সৃষ্টি হয় নতুন করে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন, ভারতের উচিত পাকিস্তানের বিপক্ষে না খেলা, আবার অনেকে অপেক্ষায় আছেন সেই বহু প্রতীক্ষিত হাই-ভোল্টেজ ম্যাচের জন্য।
সবশেষ সিদ্ধান্ত এখন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের হাতে। cricket প্রেমীরা এখন তাকিয়ে আছে সেই ঘোষণার দিকেই।