এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল ঘোষণা, ক্রিকেট টিমে যারা আছেন
২০২৩ সালে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩০ অগস্ট ২০২৩ থেকে শুরু হবে এশিয়া কাপ। ১২ আগস্ট ২০২৩ সকাল সাড়ে ৯টার দিকে দল ঘোষণা করেন নির্বাচকরা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজই দল জমা দেওয়ার শেষ দিন। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেন। যে দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবিপ্রধান বলেন, ‘আমার মতে ১৭ জনের দল তো প্রায় নিশ্চিত। অতিরিক্ত ক্রিকেটারের কথা যদি বলেন, তা হলে মাহমুদউল্লাহ আছে, আফিফ-শামীম পাটোয়ারী আছে। কিন্তু আমার তো ১৭ জনের জায়গা শেষ। তার পরও আমরা তাদের স্কোয়াডে নিতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও আছে এখানে।’
এশিয়া কাপের দল কেমন হবে ওই ধারণাও দিয়েছিলেন বিসিবি সভাপতি পাপন। প্রধান কোচ হাথুরুসিংহে ঢাকায় এসে নির্বাচকদের সঙ্গে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। অধিনায়ক ঘোষণা না করায় এতদিন দল ঘোষণা করেননি নির্বাচকরা।
এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ভেন্যু
পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলিয়ে এই টুর্নামেন্টটি হবে। মোট ১৩টি ম্যাচ খেলা হবে। শ্রীলঙ্কায় হবে ৯টি ম্যাচ। বাকি ৪টি ম্যাচ খেলা হবে পাকিস্তানে। দু’টি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে ছয় দল- পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দু’টি গ্রুপ থেকে শীর্ষ দুটটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল।
এক নজরে এশিয়া কাপ ক্রিকেট
ক্রিকেটের ইতিহাসে এশিয়ার দলগুলির প্রভাব সবসময় রয়েছে। সেই কারণে ১৯৮৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলের প্রধান উদ্দেশ্য ছিল এশিয়ার সমস্ত দলগুলির ক্রিকেটের উন্নতি ঘটানো। এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাট ও টি টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হয়ে থাকে প্রত্যেক ২ বছর অন্তর। প্রথম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় ১৯৮৪ সালে UAE তে। এখনো পর্যন্ত মোট ১৫ বার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ২০২৩ সালে ১৬ তম এশিয়া কাপ আয়োজন করা হবে পাকিস্তানে। এই টুর্নামেন্ট ভারত সবচেয়ে বেশি বার জয়ী হয়েছে, ৭ টি।
এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল
Asia cup 2023 Bangladesh team-এ ১৭ সদস্যের দলে যারা আছেন :
- সাকিব আল হাসান
- মুশফিকুর রহিম
- নাসুম আহমেদ
- আফিফ হোসেন ধ্রুব
- লিটন কুমার দাস
- মোস্তাফিজুর রহমান
- হাসান মাহমুদ
- মেহেদী হাসান মিরাজ
- শামীম হোসেন পাটোয়ারী
- নাজমুল হোসেন শান্ত
- শরীফুল ইসলাম
- শেখ মেহেদী হাসান
- তাসকিন আহমেদ
- এবাদত হোসেন চৌধুরী
- নাঈম শেখ
- তাওহীদ হৃদয়,
- তানজিদ তামিম
এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ মাহমুদুল্লাহ রিয়াদ, নতুন মুখ তানজিদ
শাকিব সাকিব আল হাসানকে এশিয়া কাপ এবং বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আর শনিবার সকালেই ঘোষণা করা হল, এশিয়া কাপের জন্য টাইগারদের ১৭ জনের স্কোয়াড। এই দলে চমক হল তানজিদ হাসান। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২২ বছর ওপেনার তানজিদ। গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরি করার পুরস্কার পেলেন তানজিদ। বাংলাদেশের মধ্যে তানজিদের রানই ছিল সর্বোচ্চ।
এছাড়া দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ এবং স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে শেষ বার খেলেছিলেন নাসুম। মেহেদি বাংলাদেশের হয়ে শেষ বার খেলেছিলেন গত বছর এশিয়া কাপে। এদিকে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। এশিয়া কাপের দলে না থাকা মানে তিনি কার্যত বিশ্বকাপের দলেও থাকবেন না, এমনটা বলাই যায়। কারণ বিসিবি-র তরফে জানানো হয়েছে, মূলত এশিয়া কাপের দলটিকেই বিশ্বকাপের দল হিসেবে তারা দেখছে।
এশিয়া কাপের টিকিট ২০২৩
৩০ আগস্ট ২০২৩ তারিখ থেকে পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ১৫ বছর পর পাকিস্তানে হবে এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এশিয়া কাপের টিকিট।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় টিকিট বিক্রির ঘোষণা করা হয়। ১২ আগস্ট ২০২৩ তারিখ থেকে পাকিস্তানে হওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে https://pcb.bookme.pk ওয়েবসাইটে।
আর শ্রীলংকার পর্বের ম্যাচগুলোর টিকিটের মূল্য পরবর্তীতে জানানো হবে। মুলতান ক্রিকেট স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ভিআইপি এবং প্রিমিয়াম এনক্লোজারের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
এশিয়া কাপ গ্রুপ ২০২৩
গ্রুপে- A | গ্রুপ- B |
---|---|
ভারত | শ্রীলংকা |
পাকিস্তান | বাংলাদেশ |
নেপাল | আফগানিস্তান |
এশিয়া কাপ সময়সূচী ২০২৩
তারিখ | দেশ | স্থান |
---|---|---|
৩০ আগস্ট | পাকিস্তান VS নেপাল | পাকিস্তান |
৩১ আগস্ট | বাংলাদেশ VS শ্রীলংকা | শ্রীলংকা |
২ সেপ্টেম্বর | পাকিস্তান VS ভারত | শ্রীলংকা |
৩ সেপ্টেম্বর | বাংলাদেশ VS আফগানিস্তান | পাকিস্তান |
৪ সেপ্টেম্বর | ভারত VS নেপাল | শ্রীলংকা |
৫ সেপ্টেম্বর | আফগানিস্তান VS শ্রীলংকা | পাকিস্তান |
এশিয়া কাপ ২০২৩ সময়সূচী – Super 4
তারিখ | Super 4 | স্থান |
---|---|---|
৬ সেপ্টেম্বর | A1 VS B2 | পাকিস্তান |
৯ সেপ্টেম্বর | B1 VS B2 | শ্রীলংকা |
১০ সেপ্টেম্বর | A1 VS A2 | শ্রীলংকা |
১২ সেপ্টেম্বর | A2 VS B1 | শ্রীলংকা |
১৪ সেপ্টেম্বর | A1 VS B1 | শ্রীলংকা |
১৫ সেপ্টেম্বর | A2 VS B2 | শ্রীলংকা |
১৭ সেপ্টেম্বর | ফাইনাল | শ্রীলংকা |
এশিয়া কাপ ২০২৩ : বিগত চ্যাম্পিয়ন যেসব দেশ
No. | সাল | আয়োজক দেশ | জয়ী দল |
---|---|---|---|
1 | ১৯৮৪ | UAE | ভারত |
2 | ১৯৮৬ | শ্রীলংকা | শ্রীলংকা |
3 | ১৯৮৮ | বাংলাদেশ | ভারত |
4 | ১৯৯০ | ভারত | ভারত |
5 | ১৯৯৫ | UAE | ভারত |
6 | ১৯৯৭ | শ্রীলংকা | শ্রীলংকা |
7 | ২০০০ | বাংলাদেশ | পাকিস্তান |
8 | ২০০৪ | শ্রীলংকা | শ্রীলংকা |
9 | ২০০৮ | পাকিস্তান | শ্রীলংকা |
10 | ২০১০ | শ্রীলংকা | ভারত |
11 | ২০১২ | বাংলাদেশ | পাকিস্তান |
12 | ২০১৪ | বাংলাদেশ | শ্রীলংকা |
13 | ২০১৬ | বাংলাদেশ | ভারত |
14 | ২০১৮ | UAE | ভারত |
15 | ২০২২ | UAE | শ্রীলংকা |
এশিয়া কাপ ২০২৩ কবে শুরু হবে?
এশিয়া কাপ ২০২৩ শুরু হবে ৩১ আগস্ট ২০২৩ থেকে, চলবে ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। পাকিস্তান ও শ্রীলংকায় এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।