এবারের জাতীয় দিবস ও মধ্য-শরৎ উৎসবের দীর্ঘ ছুটিতে অনলাইন পেমেন্টে নতুন রেকর্ড গড়েছে চীন। চীনের অনলাইন পেমেন্ট ক্লিয়ারিং হাউস নেটসইউনিয়ন এবং কার্ড পেমেন্ট জায়ান্ট চায়না ইউনিয়নপে জানিয়েছে, আট দিনের এই ছুটিতে তাদের মাধ্যমে মোট অনলাইন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩.২৬ ট্রিলিয়ন ইউয়ান।
গত বছরের একই সময়ের তুলনায় যা ১.৮৬ ট্রিলিয়ন বেশি। চীনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ছুটির এই সময়ে দুই প্ল্যাটফর্মে ৪ হাজার ১৬০ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে, যা গত বছরের চেয়ে ৯৫০ কোটি বেশি।
সূত্র: সিএমজি