বুটেক্স ভর্তি পরীক্ষার উপযুক্ত প্রার্থীদের তালিকা প্রকাশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকা পাওয়া যাবে বুটেক্সের ওয়েবসাইটে (www.butex.edu.bd)।

অনলাইনে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে ১১,৩৩০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। এসব প্রার্থীরা ৬০০ আসনে ভর্তির জন্য লিখিত পরীক্ষায় অংশ নেবে।

আগামী ১৫ নভেম্বর ২০১৯ (শুক্রবার) তারিখে বুটেক্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পদ্ধতি : লিখিত পরীক্ষায় ২০০ নম্বর এবং (এসএসসির রেজাল্টকে ৮ ও এইচএসসির রেজাল্টকে ১২ দিয়ে গুণ করে ১০০) অর্থাৎ মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা।

নম্বর বন্টন : পদার্থ থেকে ১০টি, রসায়ন থেকে ১০টি, উচ্চতর গণিত থেকে ১০টি করে মোট ৩০টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান ৬ করে মোট ১৮০ নম্বর। বাকি ২০ নম্বর ইংরেজিতে (১০টি প্রশ্ন)। অর্থাৎ, ইংরেজি প্রতিটি প্রশ্নের মান ২ করে।