মাস্টার্স ও ডিপ্লোমা রিলিজ স্লিপের মেধা তালিকা ১১ মার্চ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) এবং ২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স/ স্পেশাল এডুকেশন /ডিপ্লোমা (প্রফেশনাল) ডিগ্রী ভর্তির রিলিজ স্লিপ এর তালিকা আগামী ১১/০৩/২০১৫ তারিখে প্রকাশ করা হবে।
উভয় ফল যেকোন মোবাইলে এসএমএসের মাধ্যমে ওই দিন বিকেল ৪টা থেকে পাওয়া যাবে।
এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে-
NU<space>ATMP<space>Roll No এবং মাস্টার্স/ স্পেশাল এডুকেশন /ডিপ্লোমা (প্রফেশনাল) এর জন্য NU<space>ATPM<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে মেসেজ এসএমএস করলে ফল জানা যাবে এবং রাত ৯টা থেকে ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) ফলাফল পাওয়া যাবে।