মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা ১৭ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ১৭ জানুয়ারি ২০১৯ তারিখে প্রকাশিত হবে। এই ফল ওই দিন বিকাল ৪টা থেকে যেকোনো মোবাইল থেকে nu<space>atmf <space>roll লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে এবং রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।