মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর, আসন বিন্যাস প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায়। সারাদেশে ২৩টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবে ৫৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এক ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
এ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। এ তালিকা পাওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশবোর্ড ও ওয়েবসাইটে।
এর আগে ভর্তি পরীক্ষার কক্ষে ঘড়ি আনা যাবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাজারে ঘড়ি সদৃশ মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। এসব মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর পাঠানোর খবর প্রকাশিত হয়েছে সম্প্রতি। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।