মেডিকেল ভর্তি : ফল পুনঃনিরীক্ষণ আবদেন শুরু
২০১৩-১৪ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা আশানুরূপ ফল পাননি, তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষার সুযোগ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ (২০ অক্টোবর) থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছিল, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে যারা আশানুরূপ ফল পায়নি, তারা ২০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষণ আবেদন করতে পারবে।
পুনঃনিরীক্ষণ যেভাবে :
টেলিটক সংযোগ থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে dghs RSC Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় আবেদনকারী একটি পিন নম্বর পাবেন। ফি দেওয়ার জন্য পিন নম্বর দিয়ে dghs<>RSC<>YES<>PIN লিখে এসএমএস পাঠাতে হবে। এর জন্য ফি ১০০০ টাকা মোবাইল থেকে কেটে নেয়া হবে।