মেডিকেল ও ডেন্টাল : ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিকেল ও ডেন্টালে এমবিবিএস এবং বিডিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশ করেছে।
দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজ/ইনস্টিটিউটে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে এ বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে।
অনলাইনে আবেদন করতে হবে ১০/৯/২০১৪ তারিখ থেকে ২৯/৯/২০১৪ তারিখের মধ্যে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। সারা দেশে ২২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেয়া হবে বলে।
এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়িয়ে ৪০ করা হয়েছে। আগে পাস নম্বর ছিল ২০। এ বছর থেকেই নতুন এ নিয়ম কার্যকর হবে। এছাড়া ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজ মোট ৮,৪৯৩টি আসন আছে।
এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২,৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে আসন আছে ৪,২৪৫টি। এছাড়া ৯টি পাবলিক ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ‘ডেন্টাল’ ইউনিটে ৫৬৭টি আসন আছে।
ভর্তি বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে- http://dghs.gov.bd/images/docs/Admission/MBBS_Admission_Notice.pdf
ভর্তি তথ্য সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে এই সাইটে- http://dghs.gov.bd/images/docs/Admission/Rules_of_MBBS_ADmission.pdf