শাবিপ্রবি: ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (২৩ নভেম্বর ২০১২)। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ৪০ হাজার ৮৮১ জন শিক্ষার্থী। পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের দুই ইউনিটের ১ হাজার ৩৮৫টি আসনে ভর্তি করা হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
শনিবার সকাল ১০টায় শাবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও সিলেটের ১৪টি কেন্দ্রে ‘অ’ ইউনিটের এবং বিকাল ৩টায় ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার আসন বিন্যাস জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu) ।