সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে, মার্চ থেকে প্রক্রিয়া

Rate this post

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোয় আগামী শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বড় ৪ বিশ্ববিদ্যালয় এখনো সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে অন্তর্ভুক্ত হয়নি, এ ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তারা বলেছে, তাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয় নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানাবে। চবি, জাবি ও বুয়েটের উপাচার্যরাও একই ধরনের কথা বলেছেন।

আগামী মার্চ (২০২০) মাসের প্রথম সপ্তাহ থেকে কীভাবে ও কোন পদ্ধতিতে এ পরীক্ষা হবে, সে কাজ শুরু হবে।

১২ ফেব্রুয়ারি ২০২০ (বুধবার) আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো এ ব্যাপারে দ্বিমত করেনি, তবে তারা নিজেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে সমন্বিত পদ্ধতিতে অন্তর্ভুক্ত হওয়া-না-হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।


Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.