সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার ২য় ধাপ [ansarvdp.gov.bd]
সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার ২য় ধাপ (২০২২-২০২৩ অর্থ বছরের ২য় ধাপ) প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি)। সাধারণ আনসার পদে দেশব্যাপী লোকবল (পুরুষ) নিয়োগ দেবে আনসার ভিডিপি । উল্লেখ্য, অঙ্গীভূত আনসারের চাকরি স্থায়ী সরকারি নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অনলাইনে (http://ansarvdp.gov.bd) আবেদনের তারিখ ৬ নভেম্বর ২০২২ রাত ১২টা থেকে ১৪ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯টা। উল্লেখ্য, সর্বশেষ নোটিশে আবেদনের সময়সীমা ১৪ নভেম্বর ২০২২ তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
সাধারণ আনসার পদে চাকরি
প্রতিষ্ঠান/সংস্থার নাম : | বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী |
পদের নাম : | সাধারণ আনসার |
আবেদনের যোগ্যতা : | ন্যূনতম জেএসসি বা সমমান |
আবেদনের তারিখ : | ৬ নভেম্বর থেকে ১৪ নভেম্বর ২০২২ |
প্রার্থীর ধরন : | পুরুষ |
বেতন ও ভাতা : | ১৬,২০০ টাকা (সমতল), ১৭,৪০০ টাকা (পার্বত্য), প্রতি বছর ৯৭৫০ টাকা করে ২টি উৎসব ভাতা। |
অনলাইনে আবেদনের লিংক : | http://ansarvdp.gov.bd |
সাধারণ আনসার পদে আবেদনের যোগ্যতা
- ১। ন্যূনতম জেএসসি বা সমমান পাশ হতে হবে।
- ২। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
- ৩। বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি হতে হবে।
- ৪। দৃষ্টি শক্তি ৬/৬।
- ৫। বয়সসীমা : ১৮-৩০ বছর। ৬-১১-২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর ও ১২-১১-২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
সাধারণ আনসার পদে আবেদনের তারিখ, ফি ও লিংক
- অনলাইনে আবেদন করার লিংক : http://ansarvdp.gov.bd অথবা https://recruitment.bdansarerp.gov.bd
- আবেদন ফি : ২০০ টাকা (বিকাশ/রকেট/মোবিক্যাশের মাধ্যমে জমা দিতে হবে)
- আবেদনের শেষ তারিখ : ২৫ জুন ২০২২
সাধারণ আনসার পদের বেতন ও সুযোগ সবিধা
- প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক বেতন সমতল এলাকার জন্য ১৩০৫০ টাকা, পার্বত্য এলাকায় ১৪২০০ টাকা।
- প্রতি বছর উৎসব ভাতা (৯৭৫০ টাকা) পাওয়া যাবে ২ বার।
- রেশন ও আর্থিক সহায়তা।
আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষা
দেশের ৪টি রেঞ্জের (রংপুর, বরিশাল, রাজশাহী, কুমিল্লা) অধীনে ২৮টি জেলার নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার ২য় ধাপ
General ansar job circular 2022 pdf
General ansar job circular 2022 (2nd step) pdf download link : http://ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/8ef86650_9c3e_4b32_a77f_30057ea501b9/2022-11-04-11-55-e609936e922548b870b0c0b74332d178.pdf
উল্লেখ্য, এর আগে গত জুন (২০২২) মাসে ২০২১-২০২২ অর্থ বছরের ১ম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।
আরো পড়ুন : উপজেলা প্রশিক্ষক সহ মোট ৩৫৬ পদে চাকরির সুযোগ আনসার ভিডিপি-তে