সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩

4.4/5 - (5 votes)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার তারিখ (সময়সূচি) / রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ম গ্রেডের সিনিয়র স্টাফ নার্স পদের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র, আসনব্যবস্থা ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময় জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ / সময়সূচি pdf

Senior staff nurse job exam date 2023 pdf download link : http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/ac57ec31_b93a_488a_8932_512c0105d998/Image_064.pdf

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.