স্কুল-কলেজে ছুটি ১৪ জুলাই থেকে শুরু
স্কুল-কলেজে রমজানের ছুটি আবারো সংশোধন করে ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে (৯ জুলাই), স্কুল-কলেজে রোজা, শব-এ-কদর ও ঈদের ছুটি ১৭ দিন কমিয়ে আনতে ২৭ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল, তবে পরে তা বাতিল করা হয়। হরতাল ও রাজনৈতিক সহিংসতার কারণে ক্লাসের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর অভিভাবক ও শিক্ষকদের আপত্তির মুখে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত (ছুটি কমানোর) সিদ্ধান্ত বাতিল করে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত স্কুল-কলেজে ছুটি থাকবে।
উল্লেখ্য, পূর্বনির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী ১১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত রমজান, শব-এ-কদর ও ঈদুল ফিতরের ছুটি ২৮ দিন নির্ধারিত ছিল।