১৫ ফেব্রুয়ারির পর মেডিকেলে ভর্তি অবৈধ
১৫ ফেব্রুয়ারির পর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করলে তা অবৈধ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। ভর্তির সময় পার হওয়ার পরও কয়েকটি মেডিকেল কলেজ পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করায় আজ (সোমবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রনালয়।
উল্লেখ্য, সরকারী নির্দেশ অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখই ছিল বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির শেষ দিন।