১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল-২, স্কুল পর্যায়ের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ৩০ ডিসেম্বর ২০২২ সকাল ১০টায় ও কলেজ পর্যায়ের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২২ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর ২০২২ (সোমবার) এনটিআরসিএ পরিচালক (পমূপ্র) তাহসিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে।
১৭ তম শিক্ষক নিবন্ধন ২০২২
কর্তৃপক্ষ : | বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) |
পদ : | স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক |
মোট প্রার্থী সংখ্যা : | প্রায় ১২ লাখ |
পরীক্ষার তারিখ : | ৩০ ডিসেম্বর ২০২২ (স্কুল-২, স্কুল) ও ৩১ ডিসেম্বর ২০২২ (কলেজ) |
ওয়েবসাইট : | http://www.ntrca.gov.bd |
১৭তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার্থী প্রায় ১২ লাখ
২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করেন। ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
ন্যূনতম বয়স ৩৫ বছর
এনটিআরসিএ’র সর্বশেষ নিয়ম অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। তাই যাদের এই বয়স পার হয়েছে তাদের পরীক্ষা দেওয়া আর না দেওয়া সমান কথা।
করোনাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন আটকে ছিল ১৭তম নিবন্ধন পরীক্ষা। চলতি বছরের (২০২২) এপ্রিলে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিতে এনটিআরসিএ’র জটিলতা নিরসনের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এনটিআরসিএ’র অফিস স্পেসের জটিলতা নিরসন ও সিস্টেম অ্যানালিস্ট নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয় এ জটিলতাগুলো নিরসনের সিদ্ধান্তও নেয়।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ কবে
পর্যায় | তারিখ ও বার | সময় |
স্কুল-২, স্কুল | ৩০ ডিসেম্বর ২০২২ | সকাল ১০-১১টা |
কলেজ | ৩১ ডিসেম্বর ২০২২ | সকাল ১০-১১টা |
17th NTRCA mcq exam date 2022
17th NTRCA mcq exam date 2022 notice pdf download link : http://www.ntrca.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/notices/d1d7c3ff_461a_45fa_a4c6_bf7289657a8c/2022-11-14-03-40-6a497fa340b64f6c553212aff905e873.pdf