|

১৯ এপ্রিলের এইচএসসি পরীক্ষা হবে ৩ মে

১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে ৩ মে। শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে এ পরীক্ষা পেছানো হয়েছে বলে বুধবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়।
এর আগে ১১ এপ্রিল হরতালের কারণে ওইদিনের পরীক্ষা পিছিয়ে ১৯ এপ্রিল নির্ধারণ করা হয়। কিন্তু শিক্ষার্থীরা দাবি করে, ১৯ এপ্রিলের আগের দিনও তাদের পরীক্ষা আছে। অর্থাৎ ১৯ এপ্রিলের পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে যথেষ্ট সময় তারা পাচ্ছে না।
শিক্ষার্থীদের এ দাবির প্রেক্ষিতে পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেয়।
১৯ এপ্রিল এইচএসসি’র অর্থনীতি, পদার্থ, ব্যবসায়নীতি ও প্রয়োগসহ সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।