২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭৭.৭৭ %

আজ (৬ মে ২০১৮, রবিবার) ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ১০টি শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৭৭.৭৭ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে মোট ১ লাখ ১০ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী।
গত বছরের (২০১৭) তুলনায় এ বছর পাসের হার কমেছে, তবে জিপিএ’র সংখ্যা বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৮০.৩৫ শতাংশ আর জিপিএ-৫ ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
এ বছর ১০টি শিক্ষা (৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড) বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। এবার মোট ২৮ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এগুলোর মধ্যে ১,৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শত ভাগ পরীক্ষার্থী পাস করেছে ।
৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৯.৪০ শতাংশ। মাদরাসা বোর্ডে ৭০.৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭১.৯৬ শতাংশ।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ৮ মার্চ।
পরীক্ষার ফলাফল যেভাবে : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে ওয়েবসাইটে-
www.educationboardresults.gov.bd অথবা, http://eboardresults.com/app/stud
এছাড়া মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।
ফলাফল পুনঃনিরীক্ষণ : যারা আশানুরূপ ফলাফল পায়নি, তারা চাইলে এসএমএসের মাধ্যমে উত্তরপত্র/ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে ৭ মে থেকে ১৩ মে ২০১৮ তারিখের মধ্যে।
এসএসসি ফল