৩৩তম বিসিএস: লিখিত পরীক্ষা ১৮ ডিসেম্বর
স্থগিত হয়ে যাওয়া ৩৩তম বিসিএস পরীক্ষার আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ১৮ ডিসেম্বর। মঙ্গলবার রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, আগামী ১৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
গত ৭ অক্টোবর এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একদিন আগেই ঢাকাসহ বিভিন্নস্থানে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। এ বিভ্রান্তি থেকে প্রার্থীদের রক্ষা করতে পরীক্ষা স্থগিত করা হয়।
এবারের ৩৩তম বিসিএস আবশ্যিক লিখিত পরীক্ষায় মোট চাকরি প্রার্থীর সংখ্যা ২৮ হাজার ৮১৭ জন। এর আগে চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন রেকর্ডসংখ্যক ১ লাখ ৯৩ হাজার ৫৯ জন। গত ১ জুন ৬ বিভাগের ১৪২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।
এর আগে ২৯ ফেব্রুয়ারি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ ও ফি জমা নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে টাকা জমা দিতে না পারা ১১ হাজার ৫৭৩ জন আবেদনকারীও আদালতের নির্দেশনা অনুযায়ী টাকা জমা দিয়ে পরীক্ষায় অংশ নেন।