৪৪তম বিসিএস বিজ্ঞপ্তির প্রস্তুতি চলছে

Rate this post

৪৪তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। চলতি বছরই (২০২১) ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানা গেছে। করোনাকালীন সময়েও ইতোপূর্বে ৪১, ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এর মধ্যে একাধিক পরীক্ষাও হয়েছে, ৪০ ও ৪২তম বিসিএস-এর এখন ভাইভা চলছে। আর ৪৩তম বিসিএসের আবেদন জমা নেওয়ার কাজ চলছে।

জনপ্রশাসন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হতে পারে।  

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, প্রতি বছর একটি করে বিসিএস পরীক্ষা নেয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এবারো সেটাই লক্ষ্য। ব্যাপারটি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। তাদের পক্ষ থেকে শূন্য পদের চাহিদা পেলে ২০২১ সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া সম্ভব হবে। তবে এটা নির্ভর করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা পাঠানো ওপর।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে চাহিদা পাওয়া গেছে। কয়েকটি মন্ত্রণালয়ের চাহিদা এখনো বাকি আছে। সেগুলো পাওয়ার পর সবকটি একত্রিত করে ওই সংখ্যক ক্যাডার নিয়োগ দিতে পিএসসির কাছে নির্দেশনা পাঠানো হবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.