৯ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার সময়সূচি, সিট প্ল্যান ও কেন্দ্র তালিকা ২০২৩ [Preliminary/MCQ exam seat plan] প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। এমসিকিউ পরীক্ষা হবে ১০ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। এই পদে মোট পদ ১৭৬৩টি। প্রার্থী সংখ্যা দেড় লক্ষাধিক।
Table of Contents
৯ ব্যাংকে অফিসার জেনারেল নিয়োগ ২০২৩
নিয়োগ কর্তৃপক্ষ | বাংলাদেশ ব্যাংক - ব্যাংকার্স সিলেকশন কমিটি |
প্রতিষ্ঠান | ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান |
মোট পদের সংখ্যা | ১৭৬৩টি |
পদের নাম | অফিসার (জেনারেল) |
পরীক্ষার তারিখ ও সময় | ১০ মার্চ ২০২৩ সকাল ১০-১১টা |
Website | https://erecruitment.bb.org.bd |
প্রার্থীদের জন্য নির্দেশনা ২০২৩
- পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ সঙ্গে আনতে পারবেন না।
- প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে।
- পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
- পরীক্ষার্থীদের মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
৯ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার সময়সূচি, সিট প্ল্যান (আসন বিন্যাস) ও কেন্দ্র তালিকা ২০২৩

9 bank officer general exam date, seat plan and center list 2023
- 9 bank officer general exam date, seat plan and center list 2023 pdf download link : https://erecruitment.bb.org.bd/career/mar012023_bscs_23.pdf