৯ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার সময়সূচি, সিট প্ল্যান ও কেন্দ্র তালিকা ২০২৩ [MCQ seat plan]
৯ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার সময়সূচি, সিট প্ল্যান ও কেন্দ্র তালিকা ২০২৩ [Preliminary/MCQ exam seat plan] প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। এমসিকিউ পরীক্ষা হবে ১০ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। এই পদে মোট পদ ১৭৬৩টি। প্রার্থী সংখ্যা দেড় লক্ষাধিক।
৯ ব্যাংকে অফিসার জেনারেল নিয়োগ ২০২৩
নিয়োগ কর্তৃপক্ষ | বাংলাদেশ ব্যাংক – ব্যাংকার্স সিলেকশন কমিটি |
প্রতিষ্ঠান | ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান |
মোট পদের সংখ্যা | ১৭৬৩টি |
পদের নাম | অফিসার (জেনারেল) |
পরীক্ষার তারিখ ও সময় | ১০ মার্চ ২০২৩ সকাল ১০-১১টা |
Website | https://erecruitment.bb.org.bd |
প্রার্থীদের জন্য নির্দেশনা ২০২৩
- পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ সঙ্গে আনতে পারবেন না।
- প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে।
- পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
- পরীক্ষার্থীদের মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
৯ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার সময়সূচি, সিট প্ল্যান (আসন বিন্যাস) ও কেন্দ্র তালিকা ২০২৩
9 bank officer general exam date, seat plan and center list 2023
- 9 bank officer general exam date, seat plan and center list 2023 pdf download link : https://erecruitment.bb.org.bd/career/mar012023_bscs_23.pdf