নতুন নিয়মে সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা ২০২৪ সালে

Rate this post

২০২৪ সালে নতুন নিয়মে সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা হবে। এই একটি ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জাতীয় মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে তাদের ভর্তি করানো হবে। ১৫ মার্চ ২০২৩ তারিখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেছেন।


শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষা  প্রতিষ্ঠান থেকে র‌্যাগিং বন্ধ করার চেষ্টা করছি। অন্যান্য সামাজিক সমস্যার মতই একটি সমস্যা র‌্যাগিং। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে হবে না। র‌্যাগিং বন্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। 


শিক্ষামন্ত্রী বলেন, ‘আইন থাকা সত্ত্বেও বিশে^র অনেক জায়গায় এখনও  র‌্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারো কাম্য নয়। এটি বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে’।


এ সময় তিনি আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোন সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হতে পারে, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। 


এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করেন এবং মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য  প্রফেসর ড. শরীফ এনামুল কবির, স্থানীয় দৌলতপুর আসনের জাতীয় সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা  প্রমুখ। 

উল্লেখ্য, ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্টিত জাতীয় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ১৮টি বিশ^বিদ্যালয় কলেজ অংশ নেয়। 

twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.