লন্ডনের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে : রিজভি

লন্ডনের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে : রিজভি
লন্ডনের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে : রিজভি
5/5 - (1 vote)

এ এইচ সবুজ, গাজীপুর: লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুরের ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অনেকে এই বৈঠক মেনে নিতে পারছে না। রমজান মাসে প্রচারণা করা যায় না এই যুক্তি তুলে ধরা হচ্ছে। অথচ ফেব্রুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হলে তা হবে সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া ভালো থাকে, রমজান থাকে না, পরীক্ষা থাকে না।

তিনি আরো বলেন, এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি, হজ, কোরবানির প্রস্তুতি সব মিলে তখন নির্বাচন আয়োজন কঠিন। অতীতেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ঐতিহ্য রয়েছে।

জামায়াতকে ইঙ্গিত করে রিজভী বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কিছু রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করেছে। তারা ৭১ সালে জনগণের বিরোধিতা করেছে, ৯১ সালে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছে। ৫ আগস্টের পর আওয়ামীলীগকে ‘মাফ’ করে ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। তাহলে তাদের রাজনীতির মানে কী? তাদের রাজনীতি ভুলে ভরা, আর বিএনপির রাজনীতি ইতিবাচক।

শেখ হাসিনার সমালোচনায় রিজভী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে যত অপপ্রচারই চালানো হোক, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, শেখ হাসিনার অন্যায়ের কাছে মাথানত করেননি। হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন।

ভারতের ‘পুশ ইন’ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত পায়ের পারা দিয়ে ঝগড়া শুরু করেছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এভাবে চলতে থাকলে এর দায়ভার তাদেরই নিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাকিল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।

এ সময় সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.