গত পাঁচ বছরে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও এবং চিকিৎসা বীমা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে চীন। ফলে ২০২৪ সালে চীনাদের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৯ বছরে।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন আশা করছে, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে এটি বেড়ে প্রায় ৮০ বছরে পৌঁছাবে।
জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা জানান, ২০২৪ সালে চীনে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণদের সংখ্যা ৩১ কোটি ৩ লাখ ১০ হাজারে পৌঁছেছে, যা দেশটির মোট জনসংখ্যার ২২ শতাংশ।
চীনা জনগণের স্বাস্থ্যকর জীবন এবং দীর্ঘায়ু নিশ্চিত করতে রোগ প্রতিরোধই দেশটির স্বাস্থ্যখাতের মূল ফোকাস হবে বলে জানান লেই হাইছাও।
সূত্র: সিএমজি