এ এইচ সবুজ, গাজীপুর: বেলজিয়ামের কাস্টমাইজেবল অ্যাপারেল ব্র্যান্ড বিএন্ডসি কালেকশনের মূল প্রতিষ্ঠান 'দ্য কটন গ্রুপ' গার্মেন্টস একটি বড় কর্পোরেট শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে। এই সামাজিক দায়বদ্ধতা পূরণ বা সিএসআর উদ্যোগে তাদের সঙ্গে অংশীদার হিসেবে আছে এসপি গ্রুপ। এরই ধারাবাহিকতায় ১৯ জানুয়ারি সকালে এএমসি নিট কম্পোজিট লিমিটেড এবং বিএন্ডসি কালেকশনের সহযোগিতায় সদর উপজেলার বানিয়ারচালা মডেল একাডেমী স্কুল প্রাঙ্গণে নবউন্নত এই সুবিধাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এই প্রতিশ্রুতির অংশ হিসেবে বিএন্ডসি এডুকেশন প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। এর লক্ষ্য গার্মেন্টস শ্রমিকদের শিশুদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ জোরদার করা এবং কমিউনিটির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে অবদান রাখা। কারণ শিক্ষা হলো দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনার অন্যতম শক্তিশালী হাতিয়ার।
এই প্রকল্পের মূল কেন্দ্রবিন্দু গাজীপুরের সদর উপজেলার বানিয়ারচালা মডেল একাডেমি। যা বাংলাদেশে এসপি গ্রুপের অন্যতম প্রধান সরবরাহকারী এএমসি'র নিকটবর্তী একটি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এই স্কুলে ৩৩৩ জনেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। যার প্রায় অর্ধেকই এএমসি কর্মীদের সন্তান। শিক্ষার পরিবেশ আরো উন্নত ও সহায়ক করতে বিএন্ডসি বিভিন্ন অবকাঠামোগত ও শিক্ষাসংক্রান্ত উন্নয়নে সহায়তা করেছে।
এর মধ্যে রয়েছে: নিরাপদ পানির জন্য ড্রিংকিং ওয়াটার স্টেশন স্থাপন, কম্পিউটারসহ একটি ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা, শ্রেণিকক্ষ সংস্কার ও রং করা, এলইডি লাইট, সিলিং ফ্যান স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সোলার প্যানেল স্থাপন।
আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনী, শিক্ষা উপকরণ বিতরণ এবং শ্রেণীভিত্তিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। আয়োজকদের মতে, প্রকল্পটির লক্ষ্য শিক্ষার পরিবেশ উন্নত করা ও শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অপরিহার্য। এই কার্যক্রম ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কটন গ্রুপের সিইও মি. লুক পিকস্টেন, প্রোকিউরমেন্ট এন্ড সোসিং ম্যানেজার মি. পিজে, এএমসি নীট কম্পোজিট লিমিটেডের সিইও মি. উত্তম কুমার সাহা, এএমসি নীট কম্পোজিটের সেলস্ ডিরেক্টর (প্রোডাকশন এন্ড কোয়ালিটি) মি.শুভ কুমার সাহা, কারখানার কর্মকর্তা-কর্মচারী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা, স্কুল প্রতিনিধিদের বক্তব্য এবং অংশীদারিত্ব স্মরণে একটি ক্রেস্ট উপস্থাপন করা হয়।