ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে?


এডু ডেইলি ২৪ প্রকাশ: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন /
ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে?

ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে? এই প্রশ্ন এখন গোটা বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর। ছাত্রদের চলমান আন্দোলনের কারণে কিছু দিন পর পর ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে।

 

মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাত দিনের মাথায় আবার মোবাইল ফোনে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে।

 

৪ আগস্ট ২০২৪ (রোববার) দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর-জি সেবা বন্ধ করা হয়। সভাপতি এমদাদুল হক বলেন, ‘আমাদের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।’

 

বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।

 

 

ব্রডব্যান্ড ইন্টারনেট কি

ব্রডব্যান্ড ইন্টারনেট হচ্ছে RGB বা ইথারনেট তারযুক্ত ইন্টারনেট। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি থেকে তারের মাধ্যমে এই ইন্টারনেট কানেকশন নেওয়া হয়। তারের সঙ্গে রাউটার যুক্ত থাকে। রাউটার থেকে তারের মাধ্যমে ডেস্কটপ কম্পিউটার ও ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন বা মোবাইল যুক্ত করে ইন্টারনেট চালানো যায়।

5/5 - (1 vote)