চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন বিনহুয়া বুধবার বলেন, চীনের তাইওয়ান অঞ্চলের নেতা লাই ছিং ত্যর সাম্প্রতিক মন্তব্য আবারও প্রমাণ করেছেতিনি দুই প্রান্তের মধ্যে বিনিময় ও সহযোগিতা বাধাগ্রস্ত করতে চান।
ছেন জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে লাই একগুঁয়েভাবে তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার অবস্থান ধরে রেখেছেন এবং মূল ভূখণ্ড ও তাইওয়ানের মধ্যে অর্থনৈতিক বিচ্ছিন্নতার পথে এগোচ্ছেন। এতে দ্বীপের জনগণ ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, লাই যদি এ অবস্থান থেকে সরে না আসেন, তাহলে দ্বীপের জন্য আরও ক্ষতিই বয়ে আনবেন। ছেন জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষ যতই বাইরের শক্তির সঙ্গে যোগসাজশ করে বিচ্ছিন্নতাবাদ উসকে দিক না কেন, তাইওয়ান চীনের অংশ—এই সত্য পরিবর্তন করা যাবে না। তিনি স্মরণ করিয়ে দেন, কায়রো ঘোষণা (১৯৪৩), পটসডাম প্রোক্লেমেশন (১৯৪৫) ও জাপানের আত্মসমর্পণ চুক্তি (১৯৪৫)সহ একাধিক আন্তর্জাতিক আইনি দলিল তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্ব পুনরায় নিশ্চিত করেছে।
মুখপাত্র আরও বলেন, ১৯৯২ সালের ঐকমত্য, যা এক চীন নীতিকে ধারণ করে, তা হলো দুই প্রান্তের সংলাপ ও পরামর্শের রাজনৈতিক ভিত্তি।
সূত্র: সিএমজি বাংলা