মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দিয়েছে ভারত


এডু ডেইলি ২৪ প্রকাশ: মার্চ ২৪, ২০১৩, ২:২৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৬ অপরাহ্ন / ১২
মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দিয়েছে ভারত

মুক্তিযোদ্ধার সন্তানদের উচ্চশিক্ষা বৃত্তি দিয়েছে ভারত সরকার। বুধবার রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি দেয়া হয়।
রাজশাহী জেলার ১০২ জন শিক্ষার্থীকে মোট ১৮ লাখ ৮ হাজার টাকার বৃত্তি দেয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা সবাই মুক্তিযোদ্ধার সন্তান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে ৪৫ জন ও স্নাতক স্তরে ৫৭ জনকে বৃত্তি দেয়া হয়। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রতিজনকে ১০ হাজার টাকা ও স্নাতক স্তরে প্রত্যেককে ২৪ হাজার টাকা দেয়া হয়।
বৃত্তি প্রদান উপলক্ষে বুধবার দুপুরে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারী হাই কমিশনার কেপি মুন্সির সভাপতিত্বে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান-সহ অনেকে।

Rate this post