মার্চ ফর গাজা : গাযায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির লক্ষ্যে ১২ এপ্রিল ২০২৫ দুপুর ২টায় মার্চ ফর গাজা’র আয়োজন করা হয়েছে। গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের পক্ষ থেকে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে আজ বিশ্বের বিবেকবান মানুষ সোচ্চার। ছয় শত কোটি মানুষের চোখের সামনে একটি ভূখণ্ডে প্রতিনিয়ত বেসামরিক নাগরিকদের ওপর চালানো হচ্ছে অবর্ণনীয় সহিংসতা—যেখানে নারী ও শিশুরাও রেহাই পাচ্ছে না। বিমান হামলায় ধ্বংস করে দেওয়া হচ্ছে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ মৌলিক অবকাঠামো। অথচ ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ওআইসি এবং তাদের রাজনৈতিক-অর্থনৈতিক শক্তিও এ মানবিক সংকট মোকাবেলায় এখনো সক্রিয় কোনো উদ্যোগ গ্রহণে ব্যর্থ।
সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গাজায় আগতদের জন্য গেট ও রাস্তা ব্যবহারের নির্দেশনা
মার্চ ফর গাজার সময়
- দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণোজমায়েতের সময় বিকাল ৩টা।
মার্চ ফর গাজা পথ নির্দেশনা
- স্টার্টিং পয়েন্ট ১। বাংলামোটর
- প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে)
- স্টার্টিং পয়েন্ট ২। কাকরাইল মোড়
- প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস ভবন হয়ে)
- স্টার্টিং পয়েন্ট ৩। জিরো পয়েন্ট
- প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (দোয়েল চত্বর হয়ে)
- স্টার্টিং পয়েন্ট ৪। বখশীবাজার মোড়
- প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (শহীদ মিনার হয়ে)
- স্টার্টিং পয়েন্ট ৫। নীলক্ষেত মোড়
-
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেইট (ভিসি চত্বর হয়ে)
মার্চ ফর গাজা আয়োজকদের বিশেষ নির্দেশনা
মার্চ ফর গাজা অর্থ কি
গাযায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির লক্ষ্যে সব ধরনের মানুষ ও নেতৃত্বের সমন্বয়ে একটি র্যালী বা মার্চ (পদচারণা) শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সেখানে সমাবেশ ও বক্তৃতা হবে।