অনার্স ১ম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২২ : ভর্তি ফরম পূরণ ৭ সেপ্টেম্বরের মধ্যে


এডু ডেইলি ২৪ প্রকাশ: আগস্ট ৩০, ২০২২, ১২:১৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১০ অপরাহ্ন /
অনার্স ১ম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২২ : ভর্তি ফরম পূরণ ৭ সেপ্টেম্বরের মধ্যে

অনার্স ১ম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২২ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির ১ম রিলিজ স্লিপের তালিকা ২৯ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হয়েছে।

১ম মেধা তালিকায় ১,২২,৬৭০ জন

অনার্স ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পেয়েছেন মোট ১,২২,৬৭০ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীকে ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফিসহ চূড়ান্ত ভর্তি ফরম ৭ সেপ্টেম্বর ২০২২ মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

এসএমএস-এ ফলাফল যেভাবে

অনার্স ১ম রিলিজ স্লিপের ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে
nu athn roll টাইপ করে SMS Send করতে হবে 16222 নম্বরে।

অনলাইনে অনার্স ভর্তি ফলাফল

অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেন :

  • ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।
  • অথবা, http://app5.nu.edu.bd/nu-web/applicant/home.action সাইটে লগইন করে প্রার্থীর আবেদনের Admission Roll No ও PIN (আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।

  • অনার্স ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট/pdf কপি সংগ্রহ করতে হবে করতে হবে ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে।

অনার্স ভর্তির তারিখ

১ম রিলিজ স্লিপের ফল প্রকাশ২৯ সেপ্টেম্বর ২০২২
অনলাইনে ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট/pdf কপি সংগ্রহ২৯-৮-২০২২ থেকে ৬-৯-২০২২
চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে
রেজিস্ট্রেশন ফিসহ চূড়ান্ত ভর্তি ফরম জমা৭ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব-স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অনার্স ১ম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২২ (নোটিশ)

অনার্স ১ম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২২ - ভর্তি ফরম পূরণ ৭ সেপ্টেম্বরের মধ্যে
অনার্স ১ম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২২ : ভর্তি ফরম পূরণ ৭ সেপ্টেম্বরের মধ্যে 2

National university honours 1st release slip result 2022 pdf download : http://app1.nu.edu.bd/notice/NOTICE_HONS_ADMISSION_2021_2022_250822.pdf

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( https://www.facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে http://www.youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate this post