অনার্স ২য় বর্ষ ইংরেজি সাজেশন ২০২২ [Honours English Suggestion]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ ইংরেজি সাজেশন ২০২২ [NU Honours 2nd Year English Suggestion 2022] এখানে দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে। English বিষয়টি সব বিভাগের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক (Compulsory)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা ২০২৩
বিশ্ববিদ্যালয় : | জাতীয় বিশ্ববিদ্যালয় (National university) |
পরীক্ষা : | অনার্স ২য় বর্ষ পরীক্ষা |
সেশন : | ২০২১ |
পরীক্ষার তারিখ : | ২ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ |
ওয়েবসাইট : | https://www.nu.ac.bd |
NU Honours 2nd Year English Suggestion 2022 (Written Part)
Slogan or Poster
- Design a poster creating awareness against Corona Virus
- Design a poster against Corruptions/Food Adulteration/ (any) pollution
- Design a poster about Mujib Year/Victory day
(বি.দ্র: স্লোগান অথবা পোস্টার একই নিয়মে লিখতে পারবেন। পরীক্ষার স্লোগান এবং পোস্টার ই বেশি আসে। তবুও আপনাদের সুবিধার্থে ৩ নং এর or এর জন্য কিছু Advertisement দিয়ে দিলাম।)
Advertisement
- Sale (something)
- Career Opportunity
Paragraph
৩টি প্রশ্ন থাকবে, যেকোন ১ টি লিখতে হবে।
- Mujib Year
- The Padma Multipurpose Bridge
- Mobile Phone
- Friendship
- Quality Education
Application
CV লেখা অথবা সংবাদপত্রের আবেদন বা সাধারণ এপ্লিকেশন, যেকোনভাবে আসতে পারে। কিছু টপিক দিয়ে দিচ্ছি এগুলো পড়লেই কমন থাকবে। Application থাকবে ৫ নং ক্রমিক প্রশ্ন, এর সঙ্গে অথবা (or) থাকবে Letter। যেকোন একটির উত্তর দিতে হবে।)
- Multimedia System in Classroom, Common Room, Waiver of Tution Fee, Marketing Officer
Letter
- Write a letter of condolence to your friend whose father has recently died of Corona Virus
- Write a letter to your friend congratulating him on his brilliant result
- Importance of News Paper/English/Physical Exercise
Essay
৩টি থাকবে, যেকোন ১ টি লিখতে হবে।
- The Historical Speech of March 7/ Victory Day
- Corona Virus
- Bangabandhu Sheikh Mujibur Rahman