আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আকিজ গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান সম্প্রতি জনবল নিয়োগের একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে আছে- আকিজ বিড়ি ফ্যাক্টরি ও আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড।
আকিজ বিড়ি ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আকিজ বিড়ি ফ্যাক্টরিতে ৯ ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ দেয়া হবে।
পদের তালিকা, যোগ্যতা ও বেতন :
১. সহকারী ব্যবস্থাপক (হিসাব) – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) ও সিএ (সিসি) – ৩৫,০০০-৪০,০০০ টাকা।
২. সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা) – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) ও সিএ (সিসি)- ৩৫,০০০-৪০,০০০
৩. ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার – ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) – ৩৫,০০০-৪০,০০০
৪. সিনিয়র নিরীক্ষ কর্মকর্তা – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) ও সিএ (সিসি)- ২৫,০০০-৩০,০০০
৫. হিসাবরক্ষণ কর্মকর্তা (বিড়ি ফ্যাক্টরি) – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) – ২০,০০০-২৫,০০০
৬. নিরীক্ষা কর্মকর্তা – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) – ২০,০০০-২৫,০০০
৭. উৱপাদন কর্মকর্তা – স্নাতক – ২০,০০০
৮. গোডাউন কিপার – স্নাতক (বাণিজ্য) – ২০,০০০
৯. নিরাপত্তা প্রহরী – অষ্টম শ্রেণি – ১২,০০০ টাকা।
এছাড়া প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা দেয়া হবে।
কর্মস্থল : মন্থনা, রংপুর।
আবেদনের শেষ তারিখ : ৯ মার্চ ২০২১
অনলাইনে আবেদনের লিংক : www.akijbiri.com/career
………………………………
আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডে (এএফবিএল) নিয়োগের বিজ্ঞপ্তি (২০২১) প্রকাশিত হয়েছে। বিক্রয় বিভাগে সেলস ম্যানেজার ও সেলস অফিসার হিসেবে ৩ ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেয়া হবে।
পদের তালিকা ও যোগ্যতা এখানে দেওয়া হলো :
১. এরিয়া সেলস ম্যানেজার ( এএসএম ), ডেইরি
যোগ্যতা : ন্যূনতম স্নাতকোত্তর পাশ
অভিজ্ঞতা : ন্যূনতম ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা ( এএসএম পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)
বয়স : ৩২ থেকে ৩৮ বছর (১৯-২-২০২১ পর্যন্ত)।
* প্রার্থীকে অবশ্যই মটরসাইকেল চালানোয় অভিজ্ঞ হতে হবে।
২. টেরিটরি সেলস ম্যানেজার ( টিএসএম ), ডেইরি
যোগ্যতা : ন্যূনতম স্নাতক পাশ (স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)
অভিজ্ঞতা : ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা ( টিএসএম পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)
বয়স : ২৬ থেকে ৩৪ বছর (১৯-২-২০২১ পর্যন্ত)।
* প্রার্থীকে অবশ্যই মটরসাইকেল চালানোয় অভিজ্ঞ হতে হবে।
৩. সেলস অফিসার ( এসও ), ডেইরি
যোগ্যতা : ন্যূনতম এইচএসসি অথবা স্নাতক পাশ (স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)
অভিজ্ঞতা : ০-২ বছরের বাস্তব অভিজ্ঞতা ( এসও পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)
বয়স : ২২ থেকে ৩২ বছর (১৯-২-২০২১ পর্যন্ত)।
* FMCG (ভোগ্য পণ্য) বিশেষত ডেইরি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের বিবেচনা করা হবে।
ইন্টারভিউর স্থান : আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল), ১৩/১/৩/ক, পান্থপথ, ঢাকা।
ইন্টারভিউর তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২১ (সকাল ১০টা থেকে বিকাল ৫টা)