ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষা জানুয়ারিতে
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার তারিখ জানানো হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর ৩টি বর্ষের ফাজিল (স্নাতক) চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ৩ জানুয়ারি (২০২২) থেকে।
২৮ অক্টোবর ২০২১ তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম গাউসুল আজম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে। এছাড়াও পরীক্ষার বিস্তারিত সময়সূচি (রুটিন) পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।