জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক অনিশ্চয়তা ও বহিরাগত চাপ সত্ত্বেও চীন উচ্চমানের উন্নয়ন ও উচ্চস্তরের উন্মুক্ত নীতিতে অবিচল থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফং। বৃহস্পতিবার চীনের অর্থনৈতিক সহনশীলতার কথা তুলে ধরে চীন–যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক লাভজনক ব্যবসায়িক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
নিউইয়র্কে চায়না জেনারেল চেম্বার অব কমার্স–ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে সিয়ে ফং বলেন, গুণগত প্রবৃদ্ধি ও উন্মুক্ততার পথে এগোনো চীনের একটি কৌশলগত সিদ্ধান্ত, যা বদলাবে না।
তিনি জানান, নানা চাপের মধ্যেও চীনের অর্থনৈতিক কাঠামো ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এবং মোট অর্থনৈতিক উৎপাদন ১৪০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা বৈশ্বিক প্রবৃদ্ধির ৩০ শতাংশেরও বেশি অবদান রেখেছে।
তিনি আরও বলেন, চীনের পণ্য বাণিজ্য বছরে ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে এবং প্রথমবারের মতো বাণিজ্য উদ্বৃত্ত এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এটি প্রমাণ করে, চীন যেমন বড় রপ্তানিকারক, তেমনি বিশ্ববাজারের একটি গুরুত্বপূর্ণ ক্রেতাও।
সিয়ে জানান, চলতি বছর চীন ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬–২০৩০) সময়ে চীন তার প্রাতিষ্ঠানিক, বাজার, শিল্প ও মানবসম্পদগত সুবিধা কাজে লাগিয়ে নতুন উৎপাদনশীল শক্তি গড়ে তুলবে, প্রযুক্তিগত আত্মনির্ভরতা জোরদার করবে এবং উচ্চস্তরের উন্মুক্ত নীতি আরও বিস্তৃত করবে।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক তালিকা কমিয়ে ২৯টি আইটেমে নামিয়ে আনা হয়েছে। কূটনৈতিক সম্পর্ক রয়েছে—এমন সব স্বল্পোন্নত দেশের পণ্যের জন্য শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে দ্বীপব্যাপী স্বাধীন শুল্ক কার্যক্রম ধাপে ধাপে এগোচ্ছে।
রাষ্ট্রদূত জানান, চীনের আন্তর্জাতিক আমদানি মেলায় টানা সাত বছর ধরে প্রদর্শনী এলাকার দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন কোম্পানিগুলো।চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোয় টানা দুই বছর সর্বাধিক অংশগ্রহণকারী দেশ যুক্তরাষ্ট্র বলেও জানান তিনি।
অনুষ্ঠানে শি ফেং ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশে চীনা ও মার্কিন কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন
উন্মুক্ততার নীতিতে চীনের অঙ্গীকার অপরিবর্তিত: যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.