এইচএসসি পরীক্ষার নম্বর বন্টন ২০২২
২০২২ সালের এইচএসসি পরীক্ষার নম্বর বন্টন ও সময় বণ্টন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এ বছরের পরীক্ষা হবে ২ ঘণ্টায়। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরে হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই পরীক্ষা।
আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সইয়ে রোববার এই সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।
পরীক্ষার জন্য নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট। স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। কিন্তু এবার করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কম নম্বরে ও কম সময়ে পরীক্ষা হচ্ছে।
জানা গেছে, কম নম্বরে পরীক্ষা হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২২ আগস্ট ২০২২।
এইচএসসি পরীক্ষার সময় বণ্টন ও নম্বর বিভাজন ২০২২
HSC mark distribution 2022 pdf download : https://dhakaeducationboard.gov.bd/data/20220508130635316397.pdf