এইচএসসি ফরম ফিলাপ যেভাবে

এইচএসসি ফরম ফিলাপ যেভাবে করবেন, এর পুরো ধাপ এখানে দেয়া হলো। প্রথমে কলেজ থেকে ফরম পূরণ সংক্রান্ত একটি এসএমএস আসবে। এসএমএস এখনো না পেলে কলেজে যোগাযোগ করুন।

এসএমএস পাওয়ার পর ফরম পূরণের ফি নিজে নিজেই জমা দিতে পারবেন। ফি জমা দেয়ার জন্য সোনালী ই-সেবার অ্যাপ কিংবা ওয়েবসাইটে যেতে হবে।

এইচএসসি ফরম ফিলাপ যেভাবে

সোনালী ইসেবা অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করার পর-
ধাপ-১ : HSC/Alim/Equivalent Form Fill-up Fee Payment অপশনে ক্লিক দিন।

ধাপ-২ :
Board Name,
HSC/Equiv. Reg. No (রেজিস্ট্রেশন নাম্বার),
SSC/Equiv. Roll No. (রোল নাম্বার),
Captcha (যে বর্ণ বা সিম্বলগুলো প্রদর্শিত হবে, সেগুলো ইনপুট/টাইপ করতে হবে)।

ধাপ-৩ : এরপর Check লেখা বাটনের ওপর ক্লিক দিলে শিক্ষার্থীর নাম, কলেজের নাম, রেজিস্ট্রেশনের নাম্বার, ফরম ফিলাপের ফির টাকার পরিমাণ ও অন্যান্য তথ্য প্রদর্শিত হবে।

ধাপ-৪ : Confirm Payment-এ ক্লিক করুন।

ধাপ-৫ : মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) সহ বিভিন্ন পেমেন্ট মাধ্যম (গেটওয়ে) প্রদর্শিত হবে। নির্দিষ্ট অপশনে ক্লিক দিয়ে ফি পরিশোধ করুন। টাকা সফলভাবে পরিশোধের পর অটোমেটিক একটি স্লিপ (PDF) ডাউনলোড করার অপশন আসবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

Sonali esheba app (স্মার্টফোন থেকে) : https://play.google.com/store/apps/details?id=bd.com.sonalibank.sonalie_sheba
☑ অথবা, সোনালী ই-সেবা ওয়েবসাইট : https://sbl.com.bd:7070/BoardFee/Fee/

☑ কোনো সমস্যা হলে ফোন করুন শিক্ষা বোর্ডের নির্ধারিত নাম্বারে (সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে), বিস্তারিত এই লিংকে : https://sbl.com.bd:7070/Content/Helpline_Board.pdf
☑ ইউজার ম্যানুয়াল / দিক নির্দেশনা : https://sbl.com.bd:7070/Content/BoardFee_Bill_Payment.pdf

ফরম ফিলাপ পেমেন্ট দেয়া হয়েছে, স্লিপ ডাউনলোড হয়নি?

এইচএসসি/সমমান ফরম ফিলাপ পেমেন্ট দেয়া হয়েছে, কিন্তু কোনো কারণে স্লিপ ডাউনলোড করতে পারেননি বা আবারো ডাউনলোড/প্রিন্ট করার দরকার। তাহলে সোনালী ই-সেবা অ্যাপ বা ওয়েব্সাইটের HSC/Alim/Equivalent Form Fill-up Fee Payment ওপশনে গিয়ে ওপরে ডান দিক থেকে Enter your 16 digit trxid অংশে Transaction/Ref ID প্রবেশ করিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।

ফরম ফিলাপ পেমেন্ট স্লিপ ডাউনলোড যেভাবে
Sonali e-sheba form fill up payment slip download / print (pdf)

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24 Senior Reporter

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.